×

ঢাকা

মামুনুল হক

মানবতাবিরোধী আইন সংস্কারের নামে সমকামিতা বৈধতা দেয়ার চেষ্টা চলছে

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

মানবতাবিরোধী আইন সংস্কারের নামে সমকামিতা বৈধতা দেয়ার চেষ্টা চলছে

ছবি: ভোরের কাগজ

   

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, আন্তর্জাতিক মানবতার বিরোধী আইন সংস্কারের নামে সমকামিতা বৈধতা দেয়ার চেষ্টা চলছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটা আমাদের ঈমান ও আকিকার প্রশ্ন! যেকোনো মূল্যে হিন্দুত্ববাদী এবং ইসলামবিরোধী কোনো কাজ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়,  সেটা আমরা জীবন দিয়ে হলেও রুখতে প্রস্তুত।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসমাবেশে বাংলাদেশ হেফাজতে ইসলামের এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যকালে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি আমিনুল ইসলামী কাসেমীর পরিচালনায় মামুনুল হক আরো বলেন- মহানবী (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত কটূক্তি করবে আর আপনারা ভারতে ইলিশ পাঠাবেন তা আমরা হতে দেব না। এতে যদি দেশের অর্থনীতিতে প্রভাব পরে তাহলে না খেয়ে থাকবো, প্রয়োজনে মানুষ পেটে পাথর বাধবে তবুও এমন কাজ করবেন না। ভারতের দূতাবাসকে সতর্ক করার পর প্রয়োজনে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দেবে, আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন, এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না।

আরো পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী-চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

তিনি আরো বলেন, সমকামিতাসহ পশ্চিমা অসভ্যতা আমদানি করার পাঁয়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা প্রতিহত করব। আন্তর্জাতিক অপরাধ আইনে সংস্কারের নামে বেশকিছু বিষয় অন্তর্ভুক্তি করার পাঁয়তারা চলছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডার। অপরটি হলো বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী-স্ত্রীদের মধ্যে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। তারা মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। 

এছাড়া ২০১৩ সালে ৫ মে মতিঝিল শাপলা চত্বর এবং সিংগাইরের নতুন বাজারে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, বিশেষ অতিথি হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও ভাষা শহীদ রফিক সেতুর টোলআন্দোলনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রমুখ।

সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবীকে মানিকগঞ্জ-২ আসন থেকে ইসলামী দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় সমাবেশে আগত সব তৃণমূল পর্যায়ে নেতা করবে না হাত উঁচু করে সমর্থন জানান। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App