সোনারগাঁওয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

ছবি : ভোরের কাগজ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী আরাফাত নগর আবুজর গিফারি (রঃ) মাদ্রাসার শিক্ষার্থী মো. আদিব (১০) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে দশ লাখ টাকা দাবি করা তিনজন অপহরণকারী।
এ ঘটনায় পুলিশ অপহরণকারী মাহফুজ ওরফে ফরহাদ মাস্টার (৩১) পরমেশ্বর্দী এলাকার আব্দুর রশিদের ছেলে ও মো. শাহেদ (১৯) বস্তুল এলাকার বাবুল মিয়ার ছেলে এবং রাইহান (১৮) দৌলরদী এলাকার শহিদউল্লার ছেলেকে গ্রেপ্তার করেছেন।
গত বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি এবং ম্যানুয়ালী এর মাধ্যমে অপহরণকারী শাহেদ (১৮) কে বস্তল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে এবং প্রযুক্তির সাহায্যে সিলেট কোতয়ালী থানা পুলিশের সহায়তায় সিলেট শাহজালাল (রঃ) মাজার এলাকার গ্রেট ওসমান হোটেল হইতে অপহরণকারী মাহফুজ ও রাইহানকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার (১ অক্টোবর) মাদ্রাসা ছাত্র আবিদ (১০) কে অপহরণ করে ওই তিনজন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন মাদ্রাসা ছাত্র আবিদকে অপহরণ করে দশ লাখ টাকা চাঁদা দাবি করা তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : সিংগাইরে যৌথ বাহিনীর হাতে কোটি টাকাসহ কাউন্সিলরের ছেলে গ্রেপ্তার