রায়পুরায় পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটে চাঁদা দাবি, ঘরবাড়ি ভাঙচুর

সাধন দাস, রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম

ছবি: ভোরের কাগজ
নরসিংদীর রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের বর্তমান ইউপি সদস্য শাহজালাল তার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটকে কেন্দ্র করে স্বপরিবারের উপর সাবেক ইউপি সদস্য জামাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী গংরা চাঁদা দাবি ও অর্তকিত হামলা করে। এতে একজন গুলিবিদ্ধ হন এবং ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাটের একটি লিখিত অভিযোগ থানায় দাখিল করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরমধুয়া ইউপি সদস্য ভুক্তভোগী শাহজালাল তার পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট করে। গুলিবিদ্ধ শাহজালাল ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার আরেক চাচার ওয়ার্কশপ দোকানেও হামলা চালায়।
ভুক্তভোগী শাহজালাল ইউপি সদস্য জানান, গত ১৭ অক্টোবর আমার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটে বাধা সৃষ্টি করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তাছাড়া ২২ অক্টোবর রাতে ১টার দিকে আমার বসতবাড়িতে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে অর্তকিত হামলা করে। এসময় আমার চাচাতো ভাই গুলিবিদ্ধ হন। এছাড়াও আমার ঘরবাড়ি ভাঙচুর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়।
আরো পড়ুন: পণ্য ছাড়াই এবার রহনপুর ছাড়ল কৃষিপণ্য স্পেশাল ট্রেন
তিনি আরো জানান, দিনে-রাতে বিভিন্ন সময়ে দেলোয়ারসহ আরো সন্ত্রাসীরা মোবাইলফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে এবং অবৈধ অস্ত্র ও ককটেল বিস্ফোরণে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, চরমধুয়া ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের মধ্যে আপোষ মীমাংসার জন্য সর্বোচ্চ আইনি প্রচেষ্টা চালাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আমাদের এই শান্তিপূর্ণ গ্রামটি বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের এই প্রতিহিংসার কারণে অর্তকিত হামলা ও ককটেল বিস্ফোরণে গ্রামের আমাদের সাধারণ জনগণরা চরম আতঙ্কে দিন পার করছি।
এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য জামাল মিয়া ও দেলোয়ারসহ গংদেরকে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তাদের না পাওয়ায় কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।