×

ঢাকা

যৌথ বাহিনীর অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা

Icon

মো. শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ)

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

যৌথ বাহিনীর অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা

অভিযানে জব্দকৃত মালামাল। ছবি : ভোরের কাগজ

   

মানিকগঞ্জের দৌলতপুরে মিষ্টির পচা গাদ, আটা ও চিনি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য, নকল নাটোরের কাঁচাগোল্লা ও চকলেট তৈরির অভিযোগে চার কারখানা মালিককে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসানুল আলম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ হাসান শোভন। এ সময় সেনাবাহিনী, পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী মো. রাজিব, তোফায়েল মিয়া, মো. আব্দুর রউফ ও মো. হিরু মিয়াকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ১  লাখ টাকা করে চার জনকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী কাঁচামাল জব্দ করে নষ্ট করা হয়।

আরো পড়ুন : ইসকন নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামে তুলকালাম

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসানুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪টি শিশু খাদ্য তৈরির কারখানায় পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের তৈরির মালামাল ও কেমিক্যাল নষ্ট করা হয়। চার জনকে এক লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমি অভিযোগ পাওয়া মাত্র উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেই। সেই মোতাবেক যৌথ অভিযানের সহযোগিতায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী চারজনকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ ও নষ্ট করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিসি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App