×

ঢাকা

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ

ছবি: ভোরের কাগজ

   

ঢাকার অদূরে সাভারে সংখ্যালঘু খ্রিস্টান পরিবারের জমি দখলের চেষ্টায় বাউন্ডারি দেয়াল ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চালর্জ মন্ডল। এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে ওই জমির বাউন্ডারি দেয়াল ভেঙে দেয় দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সাভার থানার পাচুলী মৌজার সিএস ও এসএ- ৫৩৪, আরএস- ৫৯১ দাগের, সিএস- ৬৭, এসএ- ১৩৮, আরএস- ৪৯ খতিয়ানভুক্ত ২০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে এ্যাডলী মন্ডল (৫০) ভোগদখল করছেন। ওই জমি দেখাশোনার দায়িত্বে রয়েছেন এ্যাডলী মন্ডলের ভাই চার্লজ মন্ডল (৫৩)। সুরক্ষার জন্য অনেক আগেই জমিটির চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে সেই জমি দখলের চেষ্টায় দুর্বৃত্তরা চারপাশের বাউন্ডারি দেয়াল ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। 

আরো পড়ুন: তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে আগুন

ভুক্তভোগী এ্যাডলী মন্ডলের ভাই চার্লজ মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়ে আমার বোন ভোগদখল করে আসছে। আমি সেই জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে রক্ষণাবেক্ষণ করে আসছি। কিন্তু শুক্রবার রাতের আঁধারে জমির বাউন্ডারি দেয়াল ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে দুর্বৃত্তরা। আমরা সংখ্যালঘু হওয়ায় চরম আতঙ্কে রয়েছি। 

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App