মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পিতা খুন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাধুরচর গোবিন্দপুর এলাকায় মাদক সেবনের টাকা না দেয়ায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মো. রিফাত (১৮)। নিহত কৃষক শফিকুল ইসলামের বাবার নাম মৃত মজিবুর রহমান।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতে হত্যার শিকার হন শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক সেবনের টাকা চেয়ে মাদকাসক্ত রিফাত তার বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা শফিকুলের পেটে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ঘাতক ছেলে রিফাত। এ সময় আহত বাবার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে শফিকুলের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিৎিসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুন: গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, রিফাত মাদকাসক্ত। সে প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে চিল্লাচিল্লি করতো। রবিবার দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রিফাত হঠাৎ এ ধরনের একটি নৃশংস ঘটনা ঘটাবে তা আমরা কেউ বুঝতে পারিনি।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ছেলের হাতে বাবার খুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।