নবীন-প্রবীণের উপস্থিতিতে মুখরিত বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

ছবি: ভোরের কাগজ
‘শতবর্ষের ঐকতান’ প্রতিপাদ্যে পালিত হলো পশ্চিম মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৪।
শনিবার (১৮ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থী ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপ-সচিব মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার এক বাণীতে বলেন, শিবালয় উপজেলার বরংগাইল গোপাল উচ্চ বিদ্যালয় শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কর্তৃক শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছে জেনে তিনি আনন্দিত। শতবর্ষের এ বিদ্যালয়টির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে গুণীজন সৃষ্টির মাধ্যমে জ্ঞানের আলো বিচ্ছুরিত হচ্ছে। শতবর্ষ পূর্তি উদযাপন পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে সে ধারা আরো শাণিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে সহমর্মিতার সেতুবন্ধন। এ বন্ধন এলাকার সামাজিক উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের বর্তমান অধ্যানরত শিক্ষার্থীরা এ আয়োজনের মাধ্যমে উৎসাহিত হবে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে তারা। বিদ্যালয়টি শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনীতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও আমন্ত্রিত অতিথিদেরকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অনুষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করেন।
আরো পড়ুন: ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী’
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। অতিথিদের বক্তব্য শেষে শুরু হয় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব লুৎফর রহমান জানান, বিভিন্ন চড়াই-উৎরাই পেড়িয়ে দীর্ঘ প্রস্তুতির পর এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান করতে পেরে তিনি আনন্দিত ও আবেগাপ্লুত। এই অনুষ্ঠানের সফলতার অংশীদার উপস্থিত সবাই। আর যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার দায়ভার তিনি কাঁধে নিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত। সমাবেশস্থলে যেন প্রবাহিত হয় আনন্দের বন্যা। হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পদচারণায় অনুষ্ঠানটি হয়ে উঠে মুখরিত। এ যেন এক অন্যরকম অনুভূতি ও দৃশ্যপট।
আরো পড়ুন: দুই আসামির বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের অনেকেই দেশ, বিদেশে উচ্চপদে অধিষ্ঠিত। শত ব্যস্ততার মাঝেও সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ ও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে একনজর দেখার জন্য ছুটে এসেছেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে এসে তারা ক্ষণিকের জন্য ফিরে যান তারুণ্যের সেই দিনগুলোতে। পুরোনো সহপাঠীকে বুকে জড়িয়ে করেন কুশল বিনিময়। এই স্মৃতিকে অমর করে রাখতে অনেকে ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে সেলফি তোলায়। অনেকে বিদ্যালয় আঙিনায় প্রবেশ করে খুঁজতে থাকেন অতীতের স্মৃতিগুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরংগাইল স্কুলের আশপাশ লোকে লোকারণ্য ছিল। গোটা আয়োজন ঘিরে ছিল প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনবিআর সদস্য লুৎফর রহমান, অতিরিক্ত সচিব (পরিকল্পনা মন্ত্রনালয়) প্রবাস চন্দ্র রায়, প্রকৌশলী দুলাল চন্দ্র বসাক, বাংলাদেশ ডাক বিভাগের সাবেক সিনিয়র কর্মকর্তা ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজল মুখার্জী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাবুল, প্রকৌশলী আব্দুল হালিম, প্রকৌশলী আব্দুল কাদের, উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট কাজী ওয়াজেদ আলী মিস্টার, একেএম ওহিদুজ্জামান মাবুল, এডভোকেট সুজাউদ্দিন বুলবুল এপিপি, ট্রেজারার প্রকৌশলী মো.সাইফুল ইসলাম আইয়ুব, সদস্য দিদারুল ইসলাম দীপু, আরফান আলী খান, স্মরণিকা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম লাবলু, সদস্য সচিব মোহাম্মদ আনছার উদ্দিন, প্রচার ও যোগাযোগ উপকমিটির আহ্বায়ক খন্দকার রাসেদুল আলম রাসেল, সদস্য সচিব মো.ইকবাল হোসেন, বিজ্ঞাপন সংগ্রহ উপকমিটির সদস্য সচিব সোহেল রানা সেলিম, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব সায়েম আহম্মেদ সাগর, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম চুন্নু মোল্লা, সদস্য সচিব রেজাউল করিম হেনা মিয়া, অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব মো. নূরু মিয়া, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক মো. আব্দুল আলীম, সদস্য সচিব সেলিম মিয়া টুংকু, মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক সুরেশ চন্দ্র রায়, সদস্য সচিব মো.ইউসুব আলী প্রমুখ।