×

ঢাকা

মাদারীপুরে ২ মরদেহ উদ্ধার, ছিলেন নিখোঁজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ এএম

মাদারীপুরে ২ মরদেহ উদ্ধার, ছিলেন নিখোঁজ

দুইজনই চারদিন ধরে নিখোঁজ ছিলেন। ছবি : সংগৃহীত

   

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার নতুন পানেরহাটে পরিত্যক্ত একটি ডোবা থেকে এক বৃদ্ধা ও শিবচরের মাদবরেরচর এলাকার রেললাইনের পাশের কাশবন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দুই উপজেলা থেকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন, কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী হিরন নেছা বেগম (৬৫) ও ফরিদপুরের নগরকান্দা এলাকার রাজ্জাক মির্জার ছেলে মুন্না মির্জা (৩০)। দুইজনই চার দিন যাবৎ নিখোঁজ ছিলেন। মুন্না পেশায় একজন ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের রেললাইনের পাশে কাশবনের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। কয়েক বছর ধরে তিনি শিবচরের গুয়াতলা এলাকায় ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন ভ্যানচালক। তিনি চার দিন যাবৎ নিঁখোজ ছিলেন। এ ঘটনায় শিবচর থানায় একটি জিডি করা হয়েছিল।

আরো পড়ুন : বাংলাদেশ-ভারত সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নাগরিক নিহত

অপরদিক বৃদ্ধা হিরন নেছা গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে তার কোনো সন্ধান না পেয়ে বৃদ্ধার বড় ছেলে লিটন মৃধা বাদি হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার নতুন পানেরহাটের পূর্ব পাশে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানা খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত বৃদ্ধা হিরন নেছা বেগমের ছেলে লিটন মৃধা বলেন, মা নিখোঁজের ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। আমি দোষীদের বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন জানান, ডোবা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসাইন বলেন, রেললাইন সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App