সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নান গ্রেপ্তার

মাসম বাদশাহ (সিংগাইর) মানিকগঞ্জ থেকে
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ পিএম

মুশফিকুর রহমান খান হান্নান। ছবি : ভোরের কাগজ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানকে (৬৩) আটক করেছে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
হান্নানকে আটকের পর তার অফিসে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি শর্টগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হান্নানকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হান্নানকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে বাংলামটরের প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলের তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার ২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি ১২ বোরের একটি শর্টগান, ৮০ রাউন্ড শর্টগানের কার্তুজ, শর্টগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শর্টগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে জেল খাটে জিজ্ঞাসাবাদের অনুমোদন দেন।
আরো পড়ুন : বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ‘শেখ বাড়ি’
গ্রেপ্তারকৃত মুশফিকুর রহমান খান হান্নানের পরিবারের দাবি, অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।
এদিকে মুশফিকুর রহমান খান হান্নানের আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সংঘর্ষে গোবিন্দল গ্রামের চার জন নিহতের ঘটনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়। এর মধ্যে গ্রেপ্তারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান হান্নান থানায় দায়ের করা একটি মামলা ও আদালতে দায়ের করা পৃথক আরেকটি মামলার আসামি বলে জানা গেছে।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মানিকগঞ্জ -২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। তার আগে আওয়ামী লীগের শাসনামলে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।