×

ঢাকা

সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার বক্তব্য, অতঃপর...

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম

সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার বক্তব্য, অতঃপর...

ছবি: ভোরের কাগজ

   

মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসিয়াল ফেসবুক আইডির স্টোরিতে শেখ হাসিনার ভিডিও বার্তার বক্তব্য শেয়ার করা হয়েছে। এ নিয়ে মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হলে ঠিক ৩৫ মিনিট পর বক্তব্যটি আইডি থেকে ডিলিট করে দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে singair ps নামের থানার ফেসবুক আইডিতে ভিডিওটি স্টোরি আকারে শেয়ার করা হয়। এরপর ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি ওই আইডি থেকে ডিলিট করে দেয়া হয়।

শেয়ারের পর থেকেই বিভিন্নজন নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। পরে থানা পুলিশের নজরে এলে তার ঘন্টা দুয়েক পর সিংগাইর থানার ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাস দিয়ে জানানো হয়, ‘স্টোরিতে শেখ হাসিনার ভিডিও বক্তব্য দৃশ্যমান হয়। যা সিংগাইর থানার ফেসবুক আইডি হতে সরকারি কোন পোস্ট নয়। আমরা ধারণা করছি কোন হ্যাকারের মাধ্যমে বা প্রযুক্তিগত ত্রুটি-বিচ্যুতির কারণে হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত। 

স্টোরির উক্ত বক্তব্য দৃষ্টিগোচর হওয়ায় সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিটের ব্যবস্থা করা হয়েছে। তথাপিও সিংগাইর থানা পুলিশ অত্যন্ত দুঃখ প্রকাশ করছে। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ভবিষ্যতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এ পোস্টটির প্রেক্ষিতে মোহাম্মদ জসিম উদ্দিন মন্তব্য করে বলেন, পুলিশ দুঃখ প্রকাশ করবে কেন? আপনারা একটি ফেসবুক আইডির নিরাপত্তা দিতে পারেন না।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমি যোগদানের আগে থেকেই থানার ফেসবুক আইডিটি ওপেন করা। মাত্র ১৫ সেকেন্ড বক্তব্যটি স্টোরিতে ছিল। ওরকম কোন প্রচার-প্রচারণা হয়নি। ব্যবস্থা নেয়ারও কিছু নেই। তবে আমরা খতিয়ে দেখছি কিভাবে, কি হলো! 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App