×

ঢাকা

আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ এএম

আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকী

   

সাভারের আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শাওন ও হাফিজা নামে ওই দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। 

নিহতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা উভয়েই আশুলিয়ার দি রোজ নামে একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আরো পড়ুন : নিখোঁজের দুইদিন পর নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ মাস ধরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকে শাওন-হাফিজা দম্পতি। তারা উভয়েই পোশাক কারখানায় কাজে সুবাদে সকালে কাজে বের হয়ে যায়। সোমবার রাতে কারখানার কাজ শেষ করে তারা বাসায় আসে। পরে রাতে তাদের ঝুলন্ত মরদেহ প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বাড়িওয়ালা আফাজ উদ্দিন  বলেন, শাওন ও হাফিজা দম্পতিদের মধ্যে পারিবারিক কলহ কখনো দেখা যায়নি। এছাড়াও তারা ঋণগ্রস্ত ছিলেন না বলে আমি জানতাম। হঠাৎ আজ রাতে ওই দম্পতির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে পরে আমি আশুলিয়া থানা পুলিশকে খবর দেই।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App