×

ঢাকা

সাটুরিয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম

সাটুরিয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি

ছবি: ভোরের কাগজ

   

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা মোবাইল ফোনে ৮ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে ওই ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে।

অপহরণের শিকার ইদ্রিস আলীর স্ত্রী জানান, গত শনিবার সন্ধ্যায় মো. ইদ্রিস আলীকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণের টাকা ব্যাংকের মাধ্যমে দিতে বলেছেন তারা। বিষয়টি অন্য কাউকে জানালে তার স্বামীর লাশ পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন তারা। ইদ্রিস আলী উপজেলার বালিয়াটি শিমুলিয়া গ্রামের মো. নজর আলী ছেলে। এ ঘটনায় রবিবার সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ইদ্রিস আলীর স্ত্রী নিপা আক্তার আরো জানান, রবিবার ৩ বার ফোন দিয়েছিলেন অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে তার স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে। সোমবারও অপহরণকারীরা তাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন টাকা সংগ্রহ হয়েছে কিনা? পুলিশ ও সাংবাদিকদের জানালে তার স্বামীর লাশ পাঠিয়ে দেয়া হবে। এ সময় অপহরণকারীরা তাকে তার স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছিলেন। তার স্বামী তাকে জানান, তিনি কোথায় আছেন তা জানেন না। টাকার জন্য ওরা চাপ দিচ্ছেন। ওরা বলেছেন, টাকা না দিলে ওরা তাকে মেরে ফেলবেন।

নিপা আক্তার আরো বলেন, মুক্তিপণের টাকা কোথায় দেব জানতে চাইলে তারা বলেন, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে। অপহরণকারীরা বারবার তার স্বামীর মোবাইল দিয়ে মুক্তিপণ দাবি ও হুমকি-ধামকি দিয়ে আসছেন।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো দৈনিক ভোরের কাগজকে বলেন, এরকম একটি অপহরণের নাটক ইদ্রিস আলী আগেও একবার সাজিয়েছিলেন। এবারের ঘটনাটিও অনেকটা সেরকমই হতে পারে বলে ধারণা করছেন তারা। তবে, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App