ডে ট্রেডার বেশি, ইনভেস্টর কম: বিএসইসি চেয়ারম্যান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১০:২৬ পিএম

রবিবার পুঁজিবার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ কার্যালয়ে নতুন কমিটিকে বরণ অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম। ছবি: ভোরের কাগজ
পুঁজিবাজারে বর্তমানে ডে ট্রেডার (প্রতিদিন শেয়ার কেনা বেচা করেন) বেশি, ইনভেস্টর (দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারী) কম। ফলে পুঁজিবাজারে কয়েকদিন পতন হলেই লোকসান বেড়ে যাওয়ার আতঙ্ক বেড়ে যায় বলে মনে করছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।
রবিবার (৬ মার্চ) পুঁজিবার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ কার্যালয়ে আয়োজিত নতুন কমিটিকে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, পুঁজিবাজার নিয়ে হঠাৎ করে কিছু কিছু নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। আমরা পুঁজিবাজারকে যখনই গুছিয়ে একটি পর্যায়ে নিয়ে আসি তখনই এ ধরণের খবর প্রকাশ করা হয়। এরপর আবার নতুন করে আমাদের বাজারকে নিয়ে ভাবতে হয়।
চেয়ারম্যান পুঁজিবাজারের স্বার্থে সঠিক ও সত্য সংবাদ প্রকাশে অনুরোধ জানান।
অনুষ্ঠানে সিএমজেএফ নতুন ও সাবেক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।