শেয়ার কেনা যাবে চেক দিয়েই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১০:৩০ পিএম

ফাইল ছবি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেক নগদায়নের পর শেয়ার কেনার নিয়ম প্রত্যাহার করেছে। বিনিয়োগকারীরা এখন থেকে ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকে চেক দিয়ে তার বিপরীতে শেয়ার কিনতে পারবেন। চেকের পাশাপাশি ব্যাংকের ডিমান্ড ড্রাফট (ডিডি) বা পে-অর্ডারের বিপরীতেও শেয়ার কেনা যাবে।
মঙ্গলবার (১ নভেম্বর) কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ সব স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংককে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চেক জমার ক্ষেত্রে আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ইএফটিএন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত নিয়ম অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, চলতি কার্যদিবস বা পরবর্তী কার্যদিবসে চেকটি নগদায়ন না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক বছরের জন্য পুঁজিবাজারের সুযোগ-সুবিধা থেকে বাদ দেয়া হবে।