শীতের সবজি কমেছে, কমেনি দাম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম

ফাইল ছবি
দেশের বাজারে বেড়েছে সবজি ও ডিমের দাম। কিছুটা কমেছে আটার দাম। শীতের শেষদিকে এসে সবজির যোগান কাঁচাবাজারে কমে যাচ্ছে। এছাড়া, চিনির দাম ১ ফেব্রুয়ারি থেকে বাড়ার কথা থাকলেও দুইদিন আগে থেকেই কিনতে হচ্ছে বাড়তি দামে।
শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার সরে জমিনে ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বাজারে শীতকালীন সবজির টান পড়ায় দাম বেড়েছে।
আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৫০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চালকুমড়া পিস ৫০-৬০ টাকা। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। শিম ৪০ টাকা, ঢ্যাঁড়স ১২০ টাকা, করলা ১০০-১২০ টাকা ও প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, বরবটি ১২০ টাকা কেজি, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙ্গা ৯০-১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৭০-৮০, ধুন্দুল ৬০-৭০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা ও গাজর ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বেশিরভাগ পণ্যের দর ঊর্ধ্বমুখী হলেও কিছুটা কমেছে আটার দাম। খোলা আটার বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, প্যাকেটের কেজি ৬৫ টাকা। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
এদিকে, বাজারে সয়াবিন তেল লিটার প্রতি ১৮৭ টাকা, লবণ ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার বাজারে দাম অনেকটা গত সপ্তাহের বাজারের মতোই।
মাংসের বাজারে গরুর কেজি ৬৮০-৭০০ টাকা, খাসির মাংস কেজিতে ৯০০-১০০০ টাকা। এছাড়া, আগের দামেই রয়েছে মুরগি অর্থাৎ ব্রয়লারের কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৪০-২৬০ টাকা ও লেয়ার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়।