জুয়েলারি মেলা শুরু ৯ ফেব্রুয়ারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ পিএম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে দ্বিতীয়বারের মতো শুরু করতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার ২০২৩’। তিনদিনব্যাপী এবারের মেলা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে। যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এমএ হান্নান আজাদ বলেন, ‘এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় শুরু হতে যাচ্ছে এই মেলা। গতবারের চেয়ে এবারের মেলায় অনেক ভিন্নতা থাকবে। এবার আরেকটু গোছানো থাকবে।’
তিনি আরো বলেন, ‘গতবারের চেয়ে এবার মেলা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। জুয়েলারি শিল্পকে দেশে-বিদেশে নতুন করে তুলে ধরতে এ মেলার আয়োজন করছে বাজুস।’
জানা গেছে, মেলায় ৭০টিরও বেশি স্টল থাকবে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেবেন। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটবে। তিনদিনের এ মেলায় দুই লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এ মেলার মাধ্যমে দেশের জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের মানুষ জানতে পারবে।