×

অর্থনীতি

ইচ্ছেমতো ব্যাংক ঋণ পাবেন বিদ্যুৎ উৎপাদকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৯:৫০ এএম

ইচ্ছেমতো ব্যাংক ঋণ পাবেন বিদ্যুৎ উৎপাদকরা

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যাংকঋণের সীমা তুলে দিয়েছে। এতে করে বিদ্যুৎ উৎপাদকেরা এখন ব্যাংক থেকে তাদের ইচ্ছেমতো ঋণ নিতে পারবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন। পরে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। চলতি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকঋণ পেতে সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশ ঋণ দেয়ার হিসাবটি কার্যকর হবে না। পরবর্তী ঋণসীমা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৬-খ(১) অনুযায়ী- আগে একটি কোম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেয়ার সুযোগ ছিল না। তবে বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংক কোম্পানির ১৪নং আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদকদের এ সুবিধা দেয়া হয়। ফলে বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংকঋণ দিতে গেলে অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে কোনো অংকের ঋণ অনুমোদন করবে। তাতে বিদ্যুৎ উৎপাদকরা প্রয়োজন মতো ঋণ পাবেন।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যাংকঋণের সীমা তুলে দেয়া হয়। সেসময় থেকেই বিদ্যুৎ উৎপাদকরা প্রয়োজন মতো ঋণ নিতে পারছেন। এবার বাংলাদেশ ব্যাংক বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর জন্য এ ঋণ সুবিধা চলতি ২০২৩ সালের পুরোটা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App