রমজানে দ্বিতীয় দফায় টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজান উপলক্ষে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করেছে।
রবিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সাধারণ চিনি, মসুর ডাল, সয়াবিন তেল কিনতে পারবেন। আর এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে।
পণ্য বিক্রির এ কার্যক্রমে একজন ভোক্তা চিনি ৬০ টাকা দরে ১ কেজি, মসুর ডাল ৭০ টাকা দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার করে কিনতে পারবেন।
আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টরে দ্বিতীয় ধাপের এই পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।