×

অর্থনীতি

এলডিসি গ্র্যাজুয়েশন নীতি সহায়তা ও প্রণোদনার ওয়ার্কশপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১১:০৩ পিএম

এলডিসি গ্র্যাজুয়েশন নীতি সহায়তা ও প্রণোদনার ওয়ার্কশপ

ছবি: ভোরের কাগজ

   

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্যে ‘স্টাডি অন পলিসি সাপোর্ট অ্যান্ড ইন্সেন্টিভস বিফোর আ্যন্ড আফটার এলডিসি গ্র্যাজুয়েশন ফর আরএমজি’ শীর্ষক গবেষণা কার্যক্রমটি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (৭ মে) বিএফটিআই এর সম্মেলন কক্ষে ওই গবেষণার ওপর একটি ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সভায় তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে। তাই আমাদের গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে তৈরি পোশাক রপ্তানির ক্রমবর্ধমান ধারা অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করতে হবে।

সভাপতি হিসেবে এ সভায় ড. মো. জাফর উদ্দীন বলেন, তৈরি পোশাক শিল্পের রপ্তানি সক্ষমতা অব্যাহত রাখার জন্যে এলডিসি গ্র্যাজুয়েশনের পূর্বপ্রদত্ত প্রণোদনা ও ভর্তুকির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান। এছাড়া, বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App