চট্টগ্রামে ৩১ হাজার টাকার জাল নোটসহ আটক ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০১৮, ১২:০৭ পিএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে মো. ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে স্টেশন রোডের পীরস্থান নামে একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তার কাছে ৩১ হাজার ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে।
আটক মো. ফারুক পটিয়া উপজেলার বাংলাবাজার এলাকার আবু মিয়ার ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ঈদের বাজারে জাল টাকা ছড়ানোর চেষ্টা করছিলেন। তার প্যান্টের পকেট তল্লাশি করে মোট ৩১ হাজার ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে।
তিনি আরও জানান, জাল নোটগুলোর মধ্যে অধিকাংশ নোটই ছিল একই সিরিয়ালের। এর মধ্যে ১১টি ৫০০ টাকার নোট ও ২৬টি ১০০০ টাকার নোট।