দর বাড়ার শীর্ষে ইনটেক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৯ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬২০ বারে ২২ লাখ ৪৯ হাজার ১৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৪ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৬৫৮ বারে ৭ লাখ ৮২ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, কেপিসিএল, ওয়াইম্যাক্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, অ্যারামিট, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও বিডি ল্যাম্পস লিমিটেড।