×

অর্থনীতি

জমে উঠেছে শতভাগ দেশীয় পণ্যের মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ০৪:০৪ পিএম

জমে উঠেছে শতভাগ দেশীয় পণ্যের মেলা
   
জমে উঠেছে জাতীয় শিল্পমেলা-২০১৯। প্রায় বছরজুড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় প্রতি বছর অনুষ্ঠিত হয় বাণিজ্যমেলা, বইমেলা, এসএমইমেলা, থাইমেলাসহ হরেক রকম মেলা। কিন্তু এবারই প্রথম শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শতভাগ দেশীয় পণ্যের মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত রবিবার শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় শিল্পমেলা। মেলায় সারা দেশ থেকে বড়, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গাড়ি, বাইক, পাটজাত পণ্যে, শাড়ি, থ্রি-পিস, নকশি কাঁথা, হস্তশিল্পসহ হরেক রকমের পণ্যের পসরা বসেছে স্টলগুলোতে। দেশীয় উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি এসব পণ্য দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে। যদিও মেলার প্রথম দিন (গত ৩১ মার্চ) আগাম কালবৈশাখী ঝড়ে আশানুরূপ জমেনি। আবার দ্বিতীয় দিন মেলা বন্ধ হয়ে যায় বেলা ২টায়। কারণ পরের দিন অর্থাৎ গতকাল মেলাস্থল আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ছিল। গতকাল বেলা ২টা থেকে আবারো শুরু হয়েছে মেলা। দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত শিল্পমেলায় ইতোমধ্যে ভিড় করছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশীয় পণ্য কিনে উৎফুল্ল তারা। একই সঙ্গে মেলায় অংশ নেয়া ব্যবসায়ীরাও ভালো বেচাকেনার আশা করছেন। গতকাল মেলাপ্রাঙ্গণ ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে। মেলায় ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন থেকে মেলার বাকি দিনগুলোয় দর্শনার্থী-ক্রেতাদের সমাগম বাড়বে এবং ব্যবসা ভালো হবে। তবে পণ্য বিক্রির ব্যবস্থা থাকলেও দেশীয় পণ্য মানুষের মধ্যে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। বেসরকারি ও উন্নয়ন গবেষণা সংস্থা পাঠশালা মেলায় নিয়ে এসেছে পাট দিয়ে তৈরি ২৫০ রকমের পণ্য। সারা দেশে পাটের বিস্তার ঘটানোর লক্ষ্য করছে সংস্থাটি। মূলত এ লক্ষ্যে মেলায় অংশগ্রহণ বলে জানিয়েছেন সংস্থাটির সদস্য ও কো-অর্ডিনেটর ইসরাত জাহান। তিনি বলেন, মেলায় পাটের পণ্য ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। মেলায় পাটশালার পাটের তৈরি বেøজারের দাম সাড়ে ৪ হাজার টাকা। এ ছাড়া রয়েছে কম দামি পাটপণ্য। পাটশালা ছাড়াও অনেক স্টলে পাটপণ্য রয়েছে। একটি পাটের ব্যাগ ১ হাজার থেকে ১৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পাটের বিভিন্ন দ্রব্যের মধ্যে রয়েছে ঝুড়ি, স্যান্ডেল, টিসু বক্স, ছোট ব্যাগ, বড় ব্যাগসহ হরেক রকমের পাটের উপহার সামগ্রী। আগামীতে এ রকম আয়োজনে পাঠশালা অংশ নিবে বলে তিনি জানান। কারণ একই ছাদের নিচে এত দেশীয় পণ্যের এত বিশাল আয়োজন আমি আগে দেখিনি। তিনি আরো বলেন, আমি প্রতিটি স্টল ঘুরেছি এসব পছন্দের অনেক পণ্য কিনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App