স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি ডিএসইর শ্রদ্ধা নিবেদন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৫:৩৭ পিএম

আজ (মঙ্গলবার) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণে সকাল ১০ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
আরো পড়ুন: চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুতের আহ্বান
এসময় উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের সদস্য মো. আফজাল হোসেন, মো. শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ এবং প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদসহ ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।