ওয়াশিংটন ডিসিতে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সমাবেশ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম

ছবি: ভোরের কাগজ
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেডের (এসইসিআই) গ্রাহক সমাবেশ ও এসইসিআই অ্যাপের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এ সমাবেশ ও ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
আরো পড়ুন: কমলো স্বর্ণের দাম
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম।
সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেডের সিইও দেবশ্রী মিত্রের সভাপতিত্বে এ সমাবেশ ও ক্যাম্পেইনে এসইসিআই অ্যাপের মাধ্যমে বৈধভাবে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, দ্রুত ও নিরাপদে কোনো খরচ ছাড়াই দেশে টাকা পাঠানোসহ বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়।