ফের বাড়ল স্বর্ণের দাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৮:২৪ পিএম

ফের বাড়ল স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত
আবারো বেড়েছে স্বর্ণের দাম। রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধি করার ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৮ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির ফলে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ২৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে ২০২৩ সালের ৩০ জুন দেশে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়।
আরো পড়ুন: বিশ্ববাজারে ১ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ
এর আগে বাজুস চলতি বছরে মোট ৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। ১৬ বার বাড়ানো হয়েছে দাম, আর কমানো হয়েছে ১৫ বার। এমন সমন্বয় ২০২৩ সালে হয়েছে মোট ২৯ বার।