×

অর্থনীতি

দেশে স্বর্ণের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৮:১৮ পিএম

দেশে স্বর্ণের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ

ছবি: সংগৃহীত

   

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্থানীয় মার্কেটে নিরাপদ আশ্রয় ধাতুটির  দর বেড়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। এ দফায় প্রতি ভরিতে ১ হাজার ১৯০ টাকা বাড়ানো হয়েছে। উন্নত মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ২০ হাজার ৮১ টাকা নির্ধারণ করেছে বাজুস। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৫ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হবে। এছাড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ অর্থাৎ পিওর গোল্ডের মূল্য বেড়েছে। এসব দিক বিবেচনা করে স্বর্ণের নতুন দাম ঠিক করা হয়েছে।

বাজুসের নতুন করে বেঁধে দেয়া মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ২০ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২২৯ টাকা ধার্য করা হয়েছে।

বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৭ বার বাড়ানো হয়েছে। আর কমানো হয়েছে ১৫ বার। এর আগে ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App