×

অর্থনীতি

সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১২:৩৩ পিএম

সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

   

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়ান এফ রহমানসহ বেক্সিমকো গ্রুপ থেকে আসা সব পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাবেক কর্মকর্তারা। রবিবার (১১ আগস্ট) ঢাকার আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রায় দুইশ সাবেক কর্মকর্তা-কর্মচারী এ বিক্ষোভ শুরু করেন।

তাদের দাবি, ‘অবৈধভাবে’ যাদের নিয়োগ হয়েছে, ব্যাংক থেকে তাদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে ২০১৩ সালের পর থেকে যাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে আনতে হবে। ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের পাশাপাশি এমডি সৈয়দ মনসুর মোস্তফা এবং ব্যাংকের উপদেষ্টার পদে থাকা সাবেক এমডি শাহ আলম সরোয়ারেরও পদত্যাগ চাইছেন বিক্ষোভরত সাবেক কর্মকর্তারা। পাশাপাশি শাহ আলম সরোয়ারকে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন তারা।

আন্দোলনকারীদের দাবি, ‘মানসিক চাপ সৃষ্টি করে’ যেসব কর্মকর্তা কর্মচারীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, চাকরিচ্যুতির তারিখ থেকে তাদের পুনর্বহাল করতে হবে। আর তাদের মধ্যে যাদের চাকরির বয়স ইতোমধ্যে পার হয়ে গেছে, তাদের পদোন্নতি, ইনক্রিমেন্টসহ সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে পদোন্নতি পাননি, তাদের উচ্চতর গ্রেডে পদোন্নতি দেয়া; পারফরমেন্স বোনাস বাতিল করে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে তাদের মূল বেতনের গুণিতক হিসাবে বার্ষিক লভ্যাংশ বোনাস দেওয়া; ‘ইচ্ছাকৃত’ ঋণ খেলাপিদের ঋণ পূণঃতফসিল না করা এবং ঋণের সুদ মওকুফ না করা; খেলাপি ঋণ দ্রুত আদায়ের ব্যবস্থা করা; ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ‘ভয়ের সংস্কৃতি’ চালু রয়েছে, তা দূর করে কর্মচারীবান্ধব করে ব্যাংককে গড়ে তোলার দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে ১৯৭৬ সালে যাত্রা করে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড। ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়। বর্তমানে ব্যাংকটিতে ৩২.৭৫ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে, বাকি শেয়ার রয়েছে পরিচালক, উদ্যোক্তা ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে। 

২০০৯ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রণ নেন। ২০১০ সালে তিনি ব্যাংকের চেয়ারম্যান হন। তখন তার হাতে ছিল ব্যাংকের ৩০ শতাংশ শেয়ার। সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি হিসেবে আইএফআইসি ব্যাংকের পর্ষদে রয়েছেন। এ বছর মে মাসে তিনি ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App