বিএনপির মিন্টুর নেতৃত্বে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:২২ পিএম

ছবি: সংগৃহীত
বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ আবারো পুনর্গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান হচ্ছেন ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
তবে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ায় এবং দেশের পটপরিবর্তিত পরিস্থিতিতে আবারো ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পেলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।
আরো পড়ুন: টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ প্রসঙ্গে যা বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে জোর করে ব্যাংক থেকে বের করে দখল নেয় শিকদার পরিবার। কিছুদিন আগে শিকদার পরিবারকে হটিয়ে বাংলাদেশ ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দেয় এস আলম গ্রুপের হাতে।
পুনর্গঠিত পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের পরিচালক হয়েছেন। আর স্বতন্ত্র পরিচালক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।