দুর্যোগ মোকাবেলায় ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবক দল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম

স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই। ছবি : ভোরের কাগজ
শিল্প কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে দুর্যোগ মোকাবেলা এবং ব্যবস্থাপনায় বান্দরবানের ব্যবসায়ীদের নিয়ে প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেস্পন্স টিম (পিইআরটি) বা স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নিয়েছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বুধবার ( ১১ সেপ্টেম্বর) এ বিষয়ে বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বান্দরবান উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে ‘প্রোগ্রাম সেনসিটাইজেশন অ্যান্ড প্ল্যানিং’ শীর্ষক সভা করে এফবিসিসিআই সেইফটি কাউন্সিল।
এরইমধ্যে, এফবিসিসিআই‘র উদ্যোগে প্রতিটি জেলা চেম্বারে সেইফটি সেল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত সেইফটি সেলের নেতৃত্বে পরিচালিত হবে প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেস্পন্স টিম (পিইআরটি)। এক্ষেত্রে ‘পিইআরটি ম্যানেজমেন্ট গাইডলাইন’ অনুযায়ী স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম পরিচালিত হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়, সচেতনতা বৃদ্ধি, সেইফটি সেল ও পিইআরটি ম্যানেজমেন্ট গাইডলাইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের কার্যক্রম এবং বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ প্রকল্পের লক্ষ্যসমূহ তুলে ধরতে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন সভার আলোচকবৃন্দ।
আরো পড়ুন : এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) এর কারিগরি সহায়তা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ, ফেইজ- ২ প্রকল্পের আওতায় প্রাইভেট সেক্টর পার্টনার হিসেবে এফবিসিসিআই এ কার্যক্রম পরিচালনা করছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগ. জেন. আবু নাঈম মো. শহীদউল্লাহ (অব.) বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ (ফেজ-২) প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। তিনি বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বান্দরবান উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইনাডাস্ট্রিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আহবান জানান। এছাড়াও প্রকল্পে অর্থায়নের জন্য বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন ও কারিগরি সহায়তার জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে বান্দরবান উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি লালছানি লুসাই এফবিসিসিআই’র গৃহীত প্রকল্পে বান্দরবান জেলাকে যুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি এফবিসিসিআই‘র যে কোনো উদ্যোগে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সভায় বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব একেএম জাহাঙ্গীর, বান্দরবান উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সেক্রেটারি ঊর্মি চৌধুরীসহ দোকান মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, রেস্তোরা মালিক সমিতি ও ঠিকাদার সমিতির প্রতিনিধিসহ অন্যান্য বণিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেস্পন্স টিম গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং সক্রিয়ভাবে অংশ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এডিপিসি এর প্রতিনিধি জনাব মো. আনিসুর রহমান, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মঞ্জুর কাদের খান, প্রশিক্ষণ ও প্রশাসন কর্মকর্তা জনাব মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সহযোগিতার জন্য একই দিন সকাল সাড়ে ১০টায় এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ্ এর নেতৃত্বে সেইফটি কাউন্সের কর্মকর্তাগণ বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারন) জনাব উম্মে কুলসুমের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন বান্দরবনের অতিরিক্ত জেলা প্রশাসক।