×

অর্থনীতি

ক্রেতা দেউলিয়া, পোশাক বেচে ধরা ৩৬ প্রতিষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পিএম

ক্রেতা দেউলিয়া, পোশাক বেচে ধরা ৩৬ প্রতিষ্ঠান

ছবি: ভোরের কাগজ

   

দফায় দফায় দেন-দরবার করে চার বছরেও বিদেশি ক্রেতার কাছ থেকে পোশাক রপ্তানির ১৩০ কোটি টাকা আদায় করতে পারেনি দেশের ৩৬টি পোশাক তৈরি প্রতিষ্ঠান। বিল অব লেডিং ছাড়াই পণ্য পরিবহন প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেড যুক্তরাজ্যের ডেভেনহ্যামকে পোশাক সরবরাহ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

এ অবস্থায় শনিবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকে বকেয়া পরিশোধে এক্সপো ফ্রেইট লিমিটেডকে ১৫ দিন সময় বেধে দিয়েছে ডেভেনহ্যাম ভেন্ডরস কমিউনিটি।

কমিউনিটির নেতারা জানান, প্রায় ১৫০ বছরের পুরানো যুক্তরাজ্যভিত্তিক পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান ডেভেনহ্যামের কাছে পোশাক বিক্রি করে বিপাকে দেশের ৩৬টি প্রতিষ্ঠান। তাদের দাবি, বর্তমানে দেউলিয়া হওয়া ডেভেনহ্যামের কাছে ২০২০ সাল পর্যন্ত ৭০ দশমিক ৪৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয়। 

নিয়মানুযায়ী, রপ্তানি কার্যক্রম সম্পন্ন হওয়া এবং রপ্তানিমূল্য আদায়ের পর ডেভেনহ্যামের মনোনীত পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান এক্সপো ফ্রেইট লিমিটেডকে বিল অব লেডিং দেবেন রপ্তানিকারকরা। 

এরপর ডেভেনহ্যামকে পণ্য সরবরাহ করতে পারবে এক্সপো ফ্রেইট লিমিটেড। উদ্যোক্তাদের অভিযোগ, বিল অব লেডিং ছাড়াই পণ্য সরবরাহ করেছে এক্সপো ফ্রেইট। 

সংবাদ সম্মেলনে এ অ্যান্ড এ ট্রাউজার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম বলেন, ব্যাংক গ্যারান্টিসহ যথাযথ কাগজপত্র এবং অনুমতি ছাড়াই তারা এক্সপো ফ্রেইট লিমিটেড পণ্য সরবরাহ করেছে। এ কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এদিকে দেন-দরবার করে গত চার বছরে পাওয়া গেছে ৬০ মিলিয়ন ডলার। এখনো বাকি ১০ দশমিক ২১ মিলিয়ন ডলার বা ১৩০ কোটি টাকা। এই অর্থ আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধ না করলে এক্সপো ফ্রেইট লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় ডেভেনহ্যাম ভেন্ডরস কমিউনিটি। 

ডেভেনহ্যাম ভেন্ডরস কমিউনিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধ না করলে এক্সপো ফ্রেইট লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তারা ঘেরাও কর্মসূচির মুখোমুখি হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভুক্তভোগী ৩৬ প্রতিষ্ঠান বছরে ৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App