×

অর্থনীতি

স্বর্ণের দাম আরো কমলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

স্বর্ণের দাম আরো কমলো

ছবি: সংগৃহীত

   

আবারো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়েছে সংগঠনটি। এতে উন্নতমানের ২২ ক্যারেটের এক ভরির দর দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (৮ নভেম্বর) থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যবান ধাতুটির নতুন দর নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরিতে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দর ৯৩ হাজার ১৬০ টাকা ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ৪ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেসময় ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা কমানো হয়। ফলে ২২ ক্যারেটের এক ভরির দর ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা নির্ধারণ হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৫৭৫ টাকা ঠিক করা হয়। ৫ নভেম্বর থেকে যা কার্যকর হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৭বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮বার বাড়ানো হয়েছে। আর কমানো হয়েছে ১৯বার। ২০২৩ সালে দর সমন্বয় করা হয় ২৯বার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App