×

অর্থনীতি

তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ প্রশাসকের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ প্রশাসকের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

   

পোশাক ও টেক্সটাইল খাতে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের একটি প্রতিনিধিদল বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জাস্টিন হান। 

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা তৈরি পোশাকের বর্তমান বাজার পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা, চ্যালেঞ্জ, সুযোগসহ বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্র শিল্পে প্রযুক্তি অভিযোজন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, সম্পদ ব্যবহারে দক্ষতা এবং সার্কুলারিটি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতা ভাগাভাগি করে নেয়ার বিষয়টি উঠে আসে।

আরো পড়ুন: এখনই চালু হচ্ছে না রামগড় স্থলবন্দর

বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং টেক্সটাইল ও পোশাক খাতে সুযোগগুলো কাজে লাগাতে সহযোগিতা করার জন্য উভয়পক্ষ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়েও তারা কথা বলেন।

বৈঠকে বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন নন-কটন এবং উচ্চ-মূল্যের পোশাকের উৎপাদন বৃদ্ধির ওপর বাংলাদেশের ক্রমবর্ধমানভাবে গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন। 

তিনি বলেন, বিজিএমইএ কটন পণ্য থেকে নন-কটন পণ্য, বিশেষ করে ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্য স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের উচ্চতর টেকসই প্রবৃদ্ধির রূপকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাইওয়ান নন-কটন টেক্সটাইল, উচ্চ মূল্য সংযোজনকারী পোশাক, টেকনিক্যাল টেক্সটাইল, ওভেন টেক্সটাইল ও পোশাক, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবন প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। তিনি ক্ষেত্রগুলোতে সরাসরি অথবা যৌথ বিনিয়োগে এগিয়ে আসার জন্য তাইওয়ানের ব্যবসায়ীদেরকে আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষ পোশাক ও টেক্সটাইলখাতে পারস্পরিক সুবিধা অর্জনে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App