এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম

২০১৭ সালে দখলের পর ব্যাংকটির ঋণের ৮০ শতাংশ নিয়েছে এস আলম। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের যেসব শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছিল, সেগুলো বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে ইসলামী ব্যাংক। এই শেয়ারগুলোর বেশিরভাগই ছিল এস আলম গ্রুপের মালিকানাধীন। শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে।
সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, পাচার করা টাকা পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে এস আলমের সব শেয়ার বিক্রি করা হবে।
বর্তমানে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও আমানতের মধ্যে ২০ হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে। এসব শেয়ার বিক্রি এবং নতুন শেয়ার ইস্যু করে এই ঘাটতি কমানো হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সময় জানান, ২০১৭ সালে দখলের পর ব্যাংকটির ঋণের ৮০ শতাংশ নিয়েছে এস আলম।
আরো পড়ুন : এস আলম-বেক্সিমকোর কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দেব না
তিনি বলেন, এস আলম এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো দেশের জাতীয় সম্পদ এবং এগুলোকে বন্ধ হতে দেয়া হবে না। প্রতিষ্ঠানগুলোতে কর্মরত হাজার হাজার কর্মীর ভবিষ্যত এবং দেশের অর্থনৈতিক অবস্থান বিবেচনায় এগুলোর কার্যক্রম চলমান রাখা হবে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানগুলো বন্ধ করা খুব সহজ, কিন্তু গড়ে তোলা অনেক কঠিন এবং দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা এবং ফান্ড ডাইভারশন এড়ানো।