ভারতে রপ্তানি হচ্ছে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৭:৪৫ পিএম

ফাইল ছবি
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ ভারতে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট রপ্তানি করছে। এই বাণিজ্যিক অগ্রযাত্রার মধ্য দিয়ে আনোয়ার গ্রুপের সাফল্যের ভান্ডারে যোগ হলো নতুন এক দিগন্ত। বর্তমানে ভারতের আসাম ও ত্রিপুরায় রপ্তানি হচ্ছে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট।
ভারতের ক্রেতাসাধারণ গত ৭০ বছর ধরে সিমেন্ট শিট ব্যবহার করে আসছে। গুণগত মানের কারণে ভারতের ব্র্যান্ডগুলোর পাশে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে। ভারতের বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে বর্তমানে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট ব্যবহৃত হচ্ছে।
সাশ্রয়ী, পরিবেশ-বান্ধব, জং ও ক্ষয়রোধী, কেমিক্যাল রিএ্যাকশন প্রতিরোধি এবং ঠান্ডা বা গরম যে কোন আবহাওয়ায় আরামদায়ক হওয়ার কারণে আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আনোয়ার গ্রুপ দেশের এক্সপোর্ট বাস্কেট-কে আরো সমৃদ্ধ করায় বদ্ধপরিকর।