বিদেশি ঋণের পরেও আর্থিক চাপ কমবে না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫০ পিএম

ছবি: সংগৃহীত
ঋণদাতাদের কাছ থেকে আরো বেশি বিদেশি ঋণ সংগ্রহ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশের প্রত্যাশিত রাজস্ব আয়ে ঘাটতির কারণে আর্থিক ব্যবস্থাপনায় চাপ কমবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রায় আড়াই বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ ছাড় হতে পারে। এই ঋণ ডলার সংকট মোকাবিলায় সরকারকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
তবে রাজস্ব আদায়ের হার কম থাকায় বিদেশি ঋণ প্রবাহ বাড়লেও আর্থিক ব্যবস্থাপনার ওপর চাপ কমবে না। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৪ মাসে দেশের রাজস্ব আদায় এক শতাংশ নেতিবাচক ছিল। এই সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব ছিল উল্লেখযোগ্য।
বিশ্বব্যাংকের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা পেতে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণী বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে আলাদা করার ঘোষণা দিতে যাচ্ছে।
২০০৩ সাল থেকে এই বিষয়টি নিয়ে বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা চলছিল। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই আলাদা করার সিদ্ধান্ত অনুমোদিত হলেও আজও তা বাস্তবায়ন হয়নি।