×

অর্থনীতি

আসছে নতুন নোট, কেমন হচ্ছে নকশা?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

আসছে নতুন নোট, কেমন হচ্ছে নকশা?

ছবি: সংগৃহীত

   

২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসবে বলে নিশ্চিত করেছে কেন্দ্রিয় ব্যাংক। নতুন টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি বাদ যাবে কি না কিংবা বাদ গেলে কী ছবি দেয়া হবে তা এখনো পরিষ্কার না।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা আসছে এটা নিশ্চিত। তবে নতুন টাকার নকশা কেমন হবে তা নিশ্চিত করে বলা যায় না।

বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন টাকার নকশা থেকে বাদ পড়তে পারে শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন নকশায় জাতীয় প্রতীক বা জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।

নতুন নোট প্রসঙ্গে শিখা বলেন, ‘নতুন  টাকা ছাপার বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গেছে। এখন বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ছয় মাসের মধ্যে নতুন টাকা বাজারে আসতে পারে।’

 

আর টাঁকশাল ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এর পরিবর্তে যুক্ত হতে পারে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। পর্যায়ক্রমে অন্যান্য সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেয়া হবে। চলতি মাসেই টেন্ডার আহ্বান করা হবে। এ প্রক্রিয়া শেষ হলে ছাপার কাজ শুরু হবে। নতুন টাকা আগামী জুনের আগেই বাজারে আসবে।

 

উল্লেখ্য, দেশে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব ধরনের কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে ছবি। ধাতবমুদ্রা বা কয়েনগুলোতেও তার ছবি রয়েছে। নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোট চালু থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App