সয়াবিনের দাম কমলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। ব্যাপক পরিমাণে সরবরাহ বাড়ায় এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সোমবার (৯ ডিসেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৯ ডলার ৯২ সেন্টে।
বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক ব্রাজিল। দেশটিতে শস্যটির রেকর্ড উৎপাদন হয়েছে। আর্জেন্টিনা, উরুগুয়েতেও বাম্পার ফলন হয়েছে। যুক্তরাষ্ট্রেও ভালো উৎপাদন হয়েছে।
ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তাতে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে।
বিশ্লেষকরা বলছেন, ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্যটির মূল্য কমেছে।