ভারত থেকে এলো ৫ টন জিরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
দীর্ঘ ৬ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে দ্বিতীয়বারের মতো ভারত থেকে একটি ভারতীয় ট্রাকে করে ৫ টন জিরা আমদানি করা হয়।
এর আগে গত বছরের জুন মাসে প্রথমবারের মতো ৭ টন জিরা আমদানি করা হয়েছিল।
স্থলবন্দর সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। চলতি ২০২৪-২৫ অর্থবছরে আমদানি পণ্যের এটিই প্রথম চালান। এর মধ্য দিয়ে স্বাভাবিক হলো বন্দরের আমদানি বাণিজ্য।
আরো পড়ুন: ৩ মাসের মধ্যে জ্বালানি তেলের দর সর্বোচ্চ
মেসার্স পড়শী ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে এ ৫ টন জিরা আমদানি করে। প্রতি কেজি জিরা ৩ দশমিক ৪৯ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করে ভারতীয় প্রতিষ্ঠান এম টি ই এক্সিম প্রাইভেট লিমিটেড।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘দীর্ঘ ৬ মাস ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে কোন পণ্য আমদানি হয়নি। চলতি অর্থবছরে প্রথমবারের মতো আজ (সোমবার) সন্ধ্যায় ৫ টন জিরা আমদানি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬ মাস পর আবারও সচল হলো আমদানি বাণিজ্য।
তিনি আরো জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বন্দরের ইয়ার্ড থেকে জিরাগুলো খালাস করা হবে।