×

শিক্ষা

জিপিএ-৫ এ সেরা ঢাকা, পাসের হারে যশোর বোর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৩ পিএম

   

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। পরীক্ষায় পাস করেছেন ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফল ঘোষণা করেন। এ বছর মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

জিপিএ-৫ এ সেরা ঢাকা

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও অন্যান্য বছরের মতো সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৩৪৯, যশোর বোর্ডে ২০ হাজার ৮৭৮, চট্টগ্রাম বোর্ডে ১৩ হাজার ৭২০, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ১৫৩, বরিশাল বোর্ডে ৯ হাজার ৯৭১, সিলেট বোর্ডে ৪ হাজার ৭৩১ ও ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৬৮৭ জন।

পাসের হারে শীর্ষে যশোর বোর্ড

পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। এবার পাসের হারে সবার নিচে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

পরীক্ষার বোর্ডভিত্তিক ফলাফল থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ৯৬ দশমিক ২০, রাজশাহীতে ৯৭ দশমিক ২৯, কুমিল্লায় ৯৭ দশমিক ৪৯, যশোরে ৯৮ দশমিক ১১, চট্টগ্রামে ৮৯ দশমিক ৩৯ শতাংশ, বরিশালে ৯৫ দশমিক ৭৬, সিলেটে ৯৪ দশমিক ৮০, দিনাজপুরে ৯২ দশমিক ৪৩ এবং ময়মনসিংহে ৯৫ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

মাদরাসা শিক্ষা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৯২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সারা দেশের মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ১০০ ভাগ পাস করেছে ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ ছাড়াও মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App