ভিসানীতি নিয়ে সরকার নয়, চাপে আছে বিএনপি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
ভিসানীতি নিয়ে সরকার নয়, বরং বিএনপি চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতা সাথে ভোট গ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোন চাপ অনুভব করছে না।
এরআগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিপু মনি বলেন, আজকের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা অপপ্রচার হচ্ছে। কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের জন্য কখনোই শুভকর নয়।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে দাতার দেশ হিসেবে গড়ে তুলতে চান। আমরা চাই না একদিনে ৫০০ জায়গায় বোমা ফাটুক, আমরা চাই একদিনে ৫০০টি মডেল মসজিদ উদ্বোধন হোক।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।