×

শিক্ষা

কোন বোর্ডে পাসের হার ও জিপিএ ফাইভ কত?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম

কোন বোর্ডে পাসের হার ও জিপিএ ফাইভ কত?

ছবি: ভোরের কাগজ

   
এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সবচেয়ে বেশি পাসের হার কারিগরি শিক্ষা বোর্ডে। রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, এবার ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। গতবারের তুলনায় এবার মোট পাসের হার কমেছে। গতবার সব বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। কোন বোর্ডে পাসের হার ও জিপিএ ফাইভ কত এবার সবচেয়ে বেশি পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে ৮০.৬৫ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। এরপর ঢাকা বোর্ডে ৭৯.৪৪ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৩১ হাজার ৭৫২ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮.৪৫ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫.৩ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে ৭৪.৪৫ শতাংশ ও জিপিএ ফাইভ ৬ হাজার ৩৩৯ জন। সিলেট বোর্ডে ৭১.৬২ ও জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৬৯৯ জন। ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৪৪ শতাংশ, ময়মনসিংহে জিপিএ ফাইভ পেয়েছে ৩ হাজার ২৪৪ জন, দিনাজপুর বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ৬ হাজার ৪৫৯। যশোর বোর্ডে পাসের হার ৬৯.৮৮ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.২৫, জিপিএ ফাইভ পেয়েছে ৬ হাজার ৯৭৭ জন ও আলিম পরীক্ষায় পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী। উল্লেখ্য, গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী। বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া ৩ বোর্ডের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর ২৭ আগস্ট থেকে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হয়। এবার পূর্ণ নম্বরের প্রশ্নপত্র এবং পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে পরীক্ষা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App