বোমার সরঞ্জামসহ খুবির দুই ছাত্র গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৪:২৩ পিএম

মোজাহিদুল ইসলাম রাফি ও নূর মোহাম্মদ অনিক
খুলনার খানজাহান আলী কৃষকলীগ অফিসে ও আড়ংঘাটা থানার গ্যারেজে বোমা হামলার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় নাশকতার জন্য বোমা তৈরির সরঞ্জমাদী জব্দ করা হয়েছে। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত নব্য জেএমবি সদস্য।
শনিবার (২৫ জানুয়ারি) ভোরে নগরীর গল্লামরী এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের অবস্থানস্থল থেকে এ সময় দুটি কালো রঙের রিমোট কর্ন্টোল, একটি ল্যাপটপ, ১৪৪ বক্স দিয়াশলাই, ব্যাটারি, বৈদ্যুতিক তারসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আটক হওয়া নূর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম রাফি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও পরিসংখ্যান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, আটকৃতরা গত বছর সেপ্টেম্বর মাসে খুলনার খানজাহান আলী থানার কৃষকলীগ অফিসে বোমা বিস্ফোরণ ও ডিসেম্বরে আড়ংঘাটা থানার গাড়ি গ্যারেজে বোমা বিস্ফোরণের সঙ্গে সরাসরি জড়িত ছিলো।