নাসিমের মৃত্যু নিয়ে ব্যাঙ্গ, বেরোবি শিক্ষিকা আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৯:৫৫ এএম

বেরোবি শিক্ষিকা সিরাজুম মুনিরা
সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইসিটি আইনে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ গ্রেপ্তার করে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অবঃ) দায়ের করা মামলায় শিক্ষিকা সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে তাজহাট থানা পুলিশ ।
সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস দিলে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ওই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
বিষয়টি বুঝতে পেরে রাতে ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি সরিয়ে দুঃখ প্রকাশ করেন সিরাজুম মুনিরা। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে পরপর দুইটি স্ট্যাটাস দেন।
এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শনের নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে উক্ত শিক্ষিকাকে জবাব দিতে বলা হয়েছে।