জবি উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে চিকিৎসারত শিক্ষার্থীকে অনুদান

জবি প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী অন্তু রানী হালদারের চিকিৎসার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এক লক্ষ টাকার অনুদান প্রদান করেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) চিকিৎসারত শিক্ষার্থী অন্তু রাণী হালদারের মায়ের নিকট এক লক্ষ টাকা হস্তান্তর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সাদেকা হালিম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান।
আরো পড়ুন: শুক্রবার কুমিল্লা যাচ্ছেন জবির তদন্ত কমিটি
এর আগে, গত ১৭ জানুয়ারি মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি (২৫) নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা অন্তু রাণী গুরুতর আহত হন। অন্তু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।