জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:৩০ পিএম

জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোটা সংস্কারের ১ দফা দাবিতে এবং ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে হামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা ২০ এর অধিক। হামলায় আন্দোলনরত এক শিক্ষার্থীর মাথা কেটে গেছে।
সোমবার (১৫ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ট্রান্সপোর্ট চত্বর, চৌরঙ্গী এলাকা হয়ে মেয়েদের হল ঘুরে শহীদ মিনারের সামনে দিয়ে বটতলার দিকে এগুলো ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের হামলায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা জানিয়েছেন। অধ্যাপক আলমগীর বলেন, আমরা এখানে উপস্থিত হওয়ার পূর্বেই তারা ঝামেলায় জড়িয়ে পরে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
আরো পড়ুন : ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ