ঢাবি
শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় ঢাবি ডিবেটিং সোসাইটির উদ্বেগ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:৫১ পিএম

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর লোগো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর চলমান সহিংসতা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। সোমবার (১৫ জুলাই) সংগঠনটির সভাপতি আপতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি অবিলম্বে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসেই শারীরিক আক্রমণ ও সহিংসতার সম্মুখীন হওয়ার ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে আমরা বিতার্কিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। একইভাবে নারী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা ও শারীরিক নিপীড়নের ঘটনা আমাদের মূল্যবোধের বিরোধী। শিক্ষার্থীদের উপর নজিরবিহীন এই নিপীড়ন ও নির্যাতন একটি দেশের শীর্ষ বিদ্যাপীঠের সংস্কৃতি হতে পারে না।
এতে আরো উল্লেখ করা হয়, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সর্বদা মুক্তবুদ্ধি চর্চা, মত প্রকাশের অধিকার ও অবাধ বাক-স্বাধীনতায় বিশ্বাসী ও সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার। চলমান সহিংসতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যসহ অসংখ্য শিক্ষার্থী হামলার শিকার হওয়ার ঘটনায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং অবিলম্বে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।
আরো পড়ুন : জরুরি বৈঠকে নেয়া হলো ৫ সিদ্ধান্ত