ছাত্রলীগের হামলা
প্রতিবাদে রাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১১:১৯ পিএম

ছবি : সংগৃহীত
কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকটি ছাত্রসংগঠন। সোমবার (১৫ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত মশাল মিছিলে এমন হুঁশিয়ারি দেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেয়ার হুমকিও দেন শিক্ষার্থীরা।
এসময় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ছাত্রলীগ সারাদেশে ত্রাশের রাজত্ব কায়েম করেছে। তারা সাধারণ শিক্ষার্থীসহ বোনদের ওপর হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের উপযুক্ত শাস্তি না দেয় তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা দেবো।
এসময় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে কোটা ইস্যুতে আন্দোলনকারী পাঁচ ছাত্রনেতাকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনের অন্য সদস্যরা।
মারধরে আহত শিক্ষার্থীরা হলেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আল আশরাফ রাফী ও ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।
আরো পড়ুন : আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০