বেরোবির ট্রেজারারের পদত্যাগ

আজিজুর রহমান, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম

প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর নিজের পদত্যাগপত্র পাঠান ড. মজিবর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
তবে ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদের পদত্যাগের কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে পদত্যাগ করেন বিশ্বিবিদ্যালয়টির উপাচার্য, প্রোক্টর, সহকারী প্রোক্টর, পরিবহন পুলের পরিচালক এবং ৩ হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট।
আরো পড়ুন: মন্ত্রণালয় বদলের প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত
এছাড়া আরো পদত্যাগ করেন ছাত্র পরামর্শ পরিচালক, সহকারী পরিচালক, গ্রন্থাগারিক পরিচালক, বহিরাঙ্গন পরিচালক, সিডিটির সহকারী পরিচালকসহ মোট ২২ জন।