×

শিক্ষা

ঢাবি অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে মানববন্ধন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

ঢাবি অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে মানববন্ধন

ঢাবি অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে মানববন্ধন। ছবি: ‍ভোরের কাগজ

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোহাম্মদ আব্দুর রশিদের স্থায়ী অব্যাহতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভাগের শিক্ষার্থীরা। অধ্যাপক আব্দুর রশিদের বিরুদ্ধে একাডেমিক চৌর্যবৃত্তি, নিপীড়ন, দুর্নীতি, এবং নৈতিক ও চারিত্রিক স্থলনের অভিযোগ উত্থাপন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করেন এবং সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যাপক আব্দুর রশিদ ক্লাস ও ভাইভা বোর্ডে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, অসদাচরণ, পক্ষপাতিত্ব, এবং চাকরির ভাইভায় স্বজনপ্রীতি ও অঞ্চলপ্রীতির মাধ্যমে একাডেমিক ক্ষতিসাধন করেছেন। এছাড়া, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকাকালীন সময়ে আর্থিক কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ড. আব্দুর রশিদের কর্মকাণ্ড দেশের ইসলামী শিক্ষা ও উচ্চশিক্ষার সুনামের প্রতি হুমকিস্বরূপ। আমরা গত ১৬ আগস্ট থেকে অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং তার অব্যাহতির পূর্ব পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম স্থগিত থাকবে।

মানববন্ধনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ জানান, ড. আব্দুর রশিদের বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। দাবি আদায় না হলে আমরা ক্লাসে ফিরবো না।

নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের অভিযোগে শিক্ষার্থী সুমাইয়া বলেন, একজন শিক্ষক যখন নানা অপকর্মে জড়িত থাকেন এবং ছাত্রীদের সাথে অশোভন আচরণ করেন, তখন তার থেকে কীভাবে শিক্ষা গ্রহণ করা সম্ভব? আমাদের নিরাপত্তার স্বার্থে তার অব্যাহতি দাবি করছি।

আরো পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ১৫ হাজার, ৯২ জনের মৃত্যু

শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপিতে আগামী ৫ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব না পেলে প্রশাসনের প্রতি আস্থা হারানোর কথা উল্লেখ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App