রোমানিয়ার ভিসা
নয়াদিল্লি ছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ডে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

ছবি: সংগৃহীত
রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রহণযোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরা এখন নয়াদিল্লি রোমানিয়ান দূতাবাস ছাড়াও ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককের রোমানিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ এবং সিআইএস শাখা এটি নিশ্চিত করেছে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে রোমানিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি এবং ছাত্র ও কর্মশক্তির গতিশীলতা বাড়াতে সহায়তায় দেশটির প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২২ সালে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের ভিসা ইস্যু ত্বরান্বিত করতে তিন মাসের জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলেট স্থাপন করেছিল।